মৌলভীবাজার প্রতিনিধি: পুলিশের ওপর হামলা করে মৌলভীবাজারের খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে ছিনিয়ে নিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। এ ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ই মার্চ) এ বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব। স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাত ৭টায় খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করে পুলিশ। এ সময় তাকে পুলিশ সদস্যরা মোটরসাইকেলে যোগে তুলে নিয়ে আসতে চান। তখন স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ছিনিয়ে নিয়ে যান।সে সময় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই সিপু দাস। এ ঘটনায় সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে ছিনতাই করে নেওয়ার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সুমন, পলাশ, শাহাব আলী ও ছায়েদ। মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব বলেন, আটককৃতদের পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.