ক্যাডেট কলেজে চান্স পেল গারো পাহাড়ের কনিকা ক্যাডেট একাডেমীর ৫ শিক্ষার্থী


আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন ক্যাডেট কলেজে চান্স পেয়েছে গারো পাহাড়ের ৫ শিক্ষার্থী। চান্সপ্রাপ্তরা সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কনিকা ক্যাডেট একাডেমীর শিক্ষার্থী আজ সোমবার (১০ মার্চ) দুপুরে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এই তথ্য জানা যায়। ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে -অংকন চন্দ্র সরকার সিলেট ক্যাডেট কলেজ, মোস্তফা সুলতান খান জাকি মির্জাপুর ক্যাডেট কলেজ, রায়হানা তাসনীম রিফা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ইসরাত মেহেরীন মুন ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ ও নুসরাত জাহান দিবা ফেনী গার্লস ক্যাডেট কলেজে সুযোগ পেয়েছেন। এ প্রসঙ্গে নালিতাবাড়ী কনিকা একাডেমির প্রতিষ্ঠানটির পরিচালক সাইয়েদ কুতুব বলেন, “আমাদের শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। তারা কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের দিকনির্দেশনায় এই অর্জন সম্ভব করেছে।
এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য একটি বড় মাইলফলক।” এবং যে সব শিক্ষার্থীরা চান্স পাইনি তাদের জন্য দোয়া ও শুভকামনা রইলো। সন্তানদের এমন অর্জনে প্রশংসা আর উচ্ছ্বাসে ভাসছেন অভিবাবকরা। স্থানীয় শিক্ষা মহলে কনিকা একাডেমির এই সাফল্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অনেক শিক্ষার্থী ক্যাডেট কলেজসহ অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করবে। উল্লেখ্য যে, গত ২০২০ সালে পরিচালক সাইয়েদ কুতুবের প্রচেষ্টায় কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখা যাত্রা শুরু করে। পরে ২০২১ সালে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় প্রথম বার অংশ নিয়েই সাফল্য অর্জন করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এবার ২০২৫ সালের ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষাতেও এই প্রতিষ্ঠান থেকে লিখিত পরীক্ষায় ৫ জন এবং চূড়ান্তভাবেও ৫ জন শিক্ষার্থী চান্স পেয়েছে। সাফল্যের এই ধারাবাহিকতায় কণিকা ক্যাডেট একাডেমি নালিতাবাড়ী শাখা থেকে গত ৫ বছরে (২০২১-২০২৫) ক্যাডেট কলেজ ভর্তি লিখিত পরীক্ষায় ১৯ জন এবং চূড়ান্তভাবে ১৩ জন চান্স প্রাপ্ত হলো৷ 


সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।