বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

অবৈধ বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান 

আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: ইজারা বহির্ভূত স্থানে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ১০ মার্চ শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর ভোগাইপার ও গোবিন্দনগর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, ইজারা না থাকলেও ভোগাই নদীর ভাটি অংশে প্রতিনিয়তই অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল বালু খেকোরা। এমতাবস্থায় নদীতে গভীর গর্ত ও পাড় ভেঙে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছে। তবে এসব বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার ভোগাইপাড় ও গোবিন্দনগর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে ১ জনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে ১ টি মটর সাইকেল। এছাড়াও ২০ টি ড্রেজার মেশিন, অসংখ্য পাইপ ও অন্যান্য বালু উত্তোলন সরঞ্জামাদি অপসারণ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় ১০ টি বালুর মাচা। এসময় নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ, ব্যাটালিয়ন আনসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়