করিমগঞ্জে যুব আন্দোলনের সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলা আওতাধীন করিমগঞ্জ উপজেলায় ইসলামী যুব আন্দোলনের বাংলাদেশের উপজেলা সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ৪ ঘটিকায় করিমগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ মাহমুদুল হাসান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উদারতা, আনুগত্য, সহনশীলতা ও শৃঙ্খলার মাধ্যমে একটি আদর্শিক সংগঠন বিস্তৃতি লাভ করে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তার উজ্জ্বল নমুনা। মাত্র ৮ বছরে এই সংগঠনটি দেশের যুবসমাজে আদর্শের যে প্রভাব রেখেছে তা নজিরবিহীন। আমি বিশ্বাস করি, আপনারা ভবিষ্যতে দেশের দুঃশাসন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।সম্মেলনে আরো বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম (শাহীন),কিশোরগঞ্জ জেলার প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ মাহফুজুর রহমান খান। ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম ভূঁইয়া। বাংলাদেশ মুজাহিদ কমিটি করিমগঞ্জ উপজেলা শাখার হাফেজ মাওলানা মোবারক হোসাইন (বুলবুল), জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রবিউল আওয়াল সিরাজী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুহাম্মাদ আক্কাস মিয়া, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ থানা শাখার সভাপতি মুহাম্মদ উবায়দুল হক প্রমুখ। আয়োজিত যুব সম্মেলনে বক্তারা বলেন, দেশে এখন লক্ষ লক্ষ যুবক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর আদর্শ লালন করে।
চব্বিশের বিপ্লবে আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রথম সারিতে থেকে লড়াই করে ফ্যাসীবাদী হাসিনাকে হটিয়েছে। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ। পরে প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলনের করিমগঞ্জ উপজেলার নতুন কমিটির নাম ঘোষণা করেন। সভাপতি মুহাম্মাদ রুহুল আমীন, সহ-সভাপতি মুহাম্মাদ আতিকুল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।