গলাচিপায় সরকারি কলেজ ছাত্রদলের ব্যানারে দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন


সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের আয়োজনে ১০ ফেব্রুয়ারী সারে এগারোটার সময় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হেনেস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে প্রায় দুই ঘন্টা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এসময় পৌর ছাত্রদলের আহব্বায়ক মোঃ আবদুল্লাহ এমদাদুল, সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মোঃ নূর নাসিরউল্লাহ হাবিব সহ আরো উপস্থিত থাকেন উপজেলা সরকারি কলেজ ছাত্রদল শাখার সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।এসময় তারা কলেজ শাখার ১০০/১২০ জন ছাত্র-ছাত্রী, সচেতন সুধীমহলের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণর মাধ্যমে ধর্ষণ কারীদের সর্বোচ্চ বিচারের দাবী করেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন টি শান্তিপূর্ণভাবে শেষ হয়।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।