মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

মাধবপুরের নোয়াপাড়ায় শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে শিশু আছিয়াসহ সারা দেশে চলমান সকল ধর্ষনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার নোয়াপাড়া-মাধবপুর উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল নোয়াপাড়া রেলস্টেশন থেকে নোয়াপাড়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এতে একাত্বতা প্রকাশ করে মিছিলে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এসএম আতাউল মোস্তফা সোহেল।এছাড়াও বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা সৈয়দ মাহাদি হাসান, তামিম মিয়া, রায়হান আহমেদ সম্রাট ও সাইফুল ইসলাম তালুকদার, মোছাঃ বর্ষা সহ প্রমুখ। এ সময় বক্তারা বিভিন্ন স্লোগান দেন, “তুমি কে, আমি কে আছিয়া, আছিয়া”। তাঁরা ধর্ষণকারীকে দ্রুত প্রকাশ্যে পাথর মেরে হত্যা শাস্তির দাবি জানান।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়