শার্শায় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত


মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার: নজগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শার্শা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন “বন্ধন” এর উদ্যোগে এক হৃদয়ছোঁয়া মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলার কৃতি সন্তান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে সহযোগী অধ্যাপক মনিরা সুলতানা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও সহকারী রাজস্ব কর্মকর্তা মুরাদ অপু, ব্যাংকার ইয়ানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের এম.ফিল গবেষক মোহাম্মদ রেজোয়ানুর রহমান, এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তৌসিভ মাহমুদ সোহান।অনুষ্ঠানটি বন্ধন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়স্থ শার্শা উপজেলার শিক্ষার্থীদের সংগঠনের সভাপতি আসরাফুজ্জামান আশার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক খবির হুসাইন। সভার বক্তারা শার্শার শিক্ষার্থীদের ঐক্য, সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথিরা সংগঠনের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পারস্পরিক সংযোগ ও সহায়তা বৃদ্ধির আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে এক সুন্দর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। যেখানে অংশগ্রহণকারীরা মিলিতভাবে ইফতার করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের বন্ধন আরও দৃঢ় করার অঙ্গীকার করেন। এই আয়োজনের মাধ্যমে শার্শার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।