মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দ্বীন ইসলাম তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানায়, সেই সাথে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রাতে মশাল মিছিল করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার (৮ মার্চ) রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা তোফাজ্জল দীন ইসলাম ও তার সহযোগীরা মেয়েটিকে মুখ চেপে ধরে নান্দলা বন্দ এলাকায় আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর গভীর রাতে মেয়েটি বাড়িতে ফিরে স্বজনদের এ ঘটনা জানায়।খবর পেয়ে কিশোরগঞ্জ থানা পুলিশ আজ ভোররাতে অভিযান চালিয়ে চৌদ্দশত এলাকা থেকে দীন ইসলামকে গ্রেফতার করে। এ ব্যাপারে নির্যাতনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে এবং বিক্ষোভ সমাবেশ করে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। এদিকে, শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকেও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আমরা ঘটনার খবর পেয়ে রাতে ঐ এলাকায় অভিযানে যায়।তারপর ভোররাতে আসামিকে আটক করে থানায় নিয়ে আসি। আমাদের এখানে মামলা হয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সারাদেশে ধর্ষণ ও কিশোরগঞ্জে ধর্ষক দ্বীন ইসলাম তোফাজ্জলের ফাঁসির দাবিতে সন্ধ্যা মশাল মিছিল করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়