মঙ্গলবার, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

শেরপুরে পথচারী হতদরিদ্রদের মাঝে ১৫শ প্যাকেট ইফতার বিতরণ

শেরপুর প্রতিনিধি: ‘যুদ্ধ নয়, শান্তি চাই’ এই শ্লোগানে শেরপুরে ইফতার বিতরণ করছে ‘নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধ মুক্ত বিশ্ব আন্দোলন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে পিকআপ গাড়ীতে করে শহরের থানা মোড় থেকে খোয়ারপাড় পর্যন্ত ১৫শ প্যাকেট ইফতার বিতরণ করে সংগঠনটি। এসময় ইফতার নিতে গাড়ীর সামনে ভিড় করে পথচারী, অটোরিক্সা ও ভ্যান চালকসহ গাড়ীর যাত্রীরা। সংগঠনের পরিচালক কাজী আলমগীর হোসেন জানান, সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নৈতিক সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠার লক্ষে কাজ করছে এই সংগঠনটি।রমজান মাসে খেটে খাওয়া মেহেনতি মানুষের ইফতারের জন্য এই আয়োজন করা হয়েছে, যা চলমান থাকবে। এছাড়া অন্যান্য ধর্মের মানুষের বিভিন্ন উৎসবে এই সংগঠন তাদের পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী আব্দুল্লাহ, সিফাত হোসেন, রিফাত হোসেনসহ অনেকেই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়