বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইবির ইংরেজি বিভাগের মানববন্ধন

ইবি প্রতিনিধি: ধর্ষকদের দ্রুত শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে  কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের শিক্ষাক-শিক্ষার্থীরা। আজ সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের সামনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ রাসিদুজ্জামান, সহযোগী অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন জাহিদ, সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার ও সহযোগী অধ্যাপক প্রদীপ অধিকারী সহ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহনে এ কর্মসূচি পালন করে তারা। এসময় শিক্ষার্থীদের হাতে,Blame the rapist not the victim, Stop rape culture-speak up, সমস্যা পোশাকে নয় সমস্যা মস্তিষ্কে, Justice delayed Justice denied, ইত্যাদি প্ল্যাকার্ড দেখা যায়। বিভাগের এক শিক্ষার্থী বলেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের আইন আছে কিন্তু তার প্রয়োগ নেই। আমরা বলতে পারিনা কবে বিচার কমপ্লিট হয়ে ফাঁসি হয়েছে। আমরা দ্রুত ধর্ষণের বিচার কার্য সম্পন্ন দেখতে চাই এবং ধর্ষকের উপযুক্ত শাস্তির জনসম্মুখে দেখতে চাই।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়