বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ১১টি চোরাই গরুসহ চোর আটক

রুবেল হোসাইন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নে গরু চুরির অভিযোগে মো. কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বাড়ি থেকে ১১টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, কিছুদিন আগে করগাঁও ইউনিয়নের পাঁচলী পাড়া নগরহাটি এলাকায় দুটি গরু চুরি হয়। এ ঘটনায় কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে বাদীকে সঙ্গে নিয়ে অভিযানে যান। অভিযানের সময় বাদী তার চুরি হওয়া গরু শনাক্ত করেন।এরপর রফিকুল ইসলাম বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফখরুলকে অভিযানে সহায়তা করতে বলেন। পরে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা, ইউপি সদস্য ও গ্রাম পুলিশদের সহায়তায় কামরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ১১টি চোরাই গরু উদ্ধারসহ অভিযুক্ত কামরুলকে আটক করা হয়। পরে তাকে করগাঁও ইউনিয়ন পরিষদে নিয়ে আসা হয়।

করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মো. নাদিম মোল্লা জানান, “বহুদিন ধরেই কামরুলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন ধরে চুরি ও মাদকের সাথে জড়িত। পুলিশের সহযোগিতায় অবশেষে তাকে আটক করা সম্ভব হয়েছে। আমরা চাই, তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত অন্যান্য চোরদেরও আইনের আওতায় আনা হোক।”

বাট্টা হাওর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ১১টি চোরাই গরু উদ্ধার করেছি। যাদের গরু চুরি হয়েছে, তারা যথাযথ তথ্য-প্রমাণ দিয়ে গরু ফেরত নিতে পারবেন। কামরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। আটককৃত চোর ও উদ্ধারকৃত গরুগুলো বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনার তদন্ত চলমান বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়