বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আশুলিয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা লুট; নিহত ব্যবসায়ী

মো: হাফিজুর রহমান, সাভার প্রতিনিধি: আশুলিয়ার নয়ারহাট এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

রবিবার (০৯ মার্চ) রাত ৯ টার দিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ব্যক্তির নাম দিলীপ দাশ। তিনি নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয়ের মালিক।প্রিন্স দিশারী নামের এক ব্যক্তি জানান, রাতে দিলীপ তার দোকান বন্ধ করে বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তার দোকানে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তার হাতে থাকা টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল হাসপাতালে নিলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে আশুলিয়া থানার (ওসি) তদন্ত কামাল হোসেন বলেন, এ ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী দিলীপকে গুরুতর অবস্থায় এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার পরবর্তী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়