ভূঞাপুরে মৃতপ্রায় গরু জবাই করায় মাংস ব্যবসায়ীর জরিমানা


আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী টিমোড়ে শনিবার (৮ মার্চ) অসুস্থ গরু জবাই করায় মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম গোবিন্দাসী টিমোড়ে ভ্রাম্যমাণ আদালতে রফিকুল ইসলাম তালুকদার নামে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করে। সে জখম হওয়া আধামরা জবাই করে মাংস বিক্রি করছিলো। পরে গরুর মাংসগুলো ফেলে দেয়া হয়েছে। 

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।