রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে দুই বিদেশি নাগরিককে মারধর


সংবাদের আলো ডেস্ক: রাজধানীর ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় মারধরের শিকার হয়েছেন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। মঙ্গলবার দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আহত দুই ব্যক্তি ইরানের নাগরিক। ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নেওয়া হয়।
মঙ্গলবার (৪ মার্চ) রাতে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক জানান, রাজধানীর ভাটারায় দুই বিদেশি নাগরিক মারধরের শিকার হয়েছেন। এসময় তাদের সঙ্গে থাকা এক বাংলাদেশিকেও মারধর করা হয়েছে।
সুজন হক জানান, দাদা-নাতি বেড়ানোর জন্য এ দেশে এসেছেন। দুপুর পৌনে ২টার দিকে তারা ডলার ভাঙানোর জন্য যমুনা ফিউচার পার্কের একটি মানি এক্সচেঞ্জের সামনে যান। সেখানে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়ানো এক লোকের সঙ্গে কথা বলেন তারা। ডলারের দর বা অন্য কোনো বিষয়ে তাদের মতানৈক্য হয়। পরে বিদেশিরা আতঙ্কিত হয়ে গাড়ি নিয়ে দ্রুত স্থান ত্যাগের চেষ্টা চালান। এ সময় একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
তিনি আরো জানান, উপস্থিত লোকজন ধরে নেন, তারা কৌশলে টাকা ছিনতাই করে পালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে স্কোপালোমিন বা শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত রাসায়নিক ব্যবহার করা হয়েছে বলেও কেউ কেউ বলাবলি করেন। তখন লোকজন ধাওয়া করে গাড়ি আটকে বিদেশিদের মারধর করেন। তাদের বাংলাদেশি গাড়িচালকও মারধরের শিকার হন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, “তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন তাদের মারধর করা হলো তা এখনো স্পষ্ট নয়।”
ওসি বলেন, “ভাষাগত সমস্যার কারণে তাদের সঙ্গে আমরা কথা বলতে পারছি না। তারা আরবি ভাষা ছাড়া কথা বলতে পারছেন না। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।