চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অবাঞ্চিত ঘোষনা, পদবঞ্চিতদের ধাওয়ায় পালালো নতুন সভাপতি


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করেছে পদবঞ্চিতরা। এছাড়া পদবঞ্চিতদের ধাওয়ায় কলেজে প্রবেশ করতে পারেনি নতুন সভাপতি ফজলে রাব্বি। শনিবার দুপুরের (১মার্চ) দিকে চৌহালী থানা গেইট এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে উক্তেজনা দেখে দিয়েছে। জানা যায়, ২৬ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ সাক্ষরিত এক পত্রে চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি পদে ফজলে রাব্বী ও সাধারন সম্পাদক পদে রুবেল রানা সহ ৫ সদস্য বিশিষ্টি আংশিক কমিটি অনুমোদন দেয়।এদিকে নতুন কমিটিতে যোগ্য ও ত্যাগীগের মুল্যায়ন করা হয়নি দাবি করে চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম সিকদার ররিবার সকালে জানান, দুর্দীনের পরীক্ষিত সৈনিকদের বাদ রেখে বিকাশ কমিটি করা হয়েছে। এজন্য ভুয়া কমিটির অযোগ্য সভাপতি ফজলে রাব্বি তৃণমুল ছাত্রদলের ধাওয়ায় পালিয়ে গেছে। কলেজে প্রবেশ করতে পারেনি। এই কমিটির সিনিয়র সহসভাপতির পদ থেকে আমি পদত্যাগ করছি। কমিটি বিলুপ্ত করে ত্যাগীদের যথাযথ মুল্যায়ন করে পুনরায় কমিটি দিতে হবে। তবে অভিযোগ অস্বীকার করে নব গঠিত কমিটির সভাপতি ফজলে রাব্বি জানান, কলেজে শুভেচ্ছা বিনিময়ে রওনা হয়েছিলাম পথি মধ্যে বাবলাতলা এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র কয়েকজন নেতার পরামর্শে বাড়ি ফিরে এসেছি।
কোন ধাওয়া বা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়নি। দল যোগ্যদের মুল্যায়ন করেছে। বিষয়টি সিনিয়র নেতাদের জানিয়েছি আশা করছি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে। এবিষয়ে সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারন সেরাজুল ইসলাম জানান, চৌহালী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদনে শুধু সাক্ষরই দিয়েছে, এছাড়া এ বিষয়ে কোন কিছুই জানি না।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।