বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নবীনগর প্রেসক্লাবে কার্যকরী কমিটির দায়িত্ব গ্রহণ ও নতুন সদস্যদের বরণ

মো: কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যরা তাদের নিজ নিজ দপ্তরের দায়িত্বভার গ্রহণ ও নতুন সদস্যদের বরণ করা হয়েছে। শনিবার (০১ মার্চ) প্রেসক্লাব কার্যালয়ে দুইটি পর্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ দায়িত্বগ্রহণ ও বরণ অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ২য় পর্বে ও সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম মিনাজ ১ম পর্বের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রথম পর্বে দীর্ঘদিন পর প্রেসক্লাবে আগত ২৭ জন সদস্যদের ফুল বরণ করে নেয় হয়। দ্বিতীয় পর্বে ক্লাবের বিদায়ী কমিটির সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ ও তার কমিটি নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি ও সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মদ উজ্জ্বলসহ ১১ জন সদস্যদের কাছে দায়িত্ব হস্তান্তর করে। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের উপদেষ্টা আবু কামাল খন্দকার, সাংবাদিক মাহবুব আলম লিটন, কান্তি কুমার ভট্টাচার্য, আসাদুজ্জামান কল্লোল, তাজুল ইসলাম চৌধুরী, জহিরুল হক বুলবুল, মো. কামরুল ইসলাম,মো. শাহনূর খান আলমগীর, মোহাম্মদ আব্দুল হাদী, মিঠু সূত্রধর পলাশ, পিয়াল হাসান রিয়াজ, মনিরুল ইসলাম বাবু, মনির হোসেন, আবু কাউছার, এমকে জসিম উদ্দিন, খান জাহান আলী চৌধুরী, মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আব্বাস উদ্দিন হেলাল, জামাল হোসেন পান্না, মাজেদুল ইসলাম , মোঃ সফর আলী, কাউছার আহমেদ, খায়রুল এনাম, রাশেদুল ইসলাম, দেবব্রত দাস, টিটন দাস, সাইফুর রহমান বাশার, নাসরিন আক্তার, তানজিনা শিলা, শাফিউল আলম, আলমগীর খন্দকার, মাহাবুবুর রহমান, নুরুল আলম, প্রমুখ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়