শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানের নোয়াপাড়া স্টুডেন্ট কেয়ার প্রি- ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে৷বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান হয়। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং চট্টগ্রাম নগরীর বিশিষ্ট ব্যবসায়ী ফারুক এ আজমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শিরিন আকতার ও শিক্ষক নেছার উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন বিদ্যালয়টির পরিচালক ও মাদ্রাসা শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন।এতে প্রধান অতিথির বক্তব্য দেন প্রথম আলোর রাউজান প্রতিনিধি এস এম ইউসুফ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন নোয়পাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাসুদ পারভেজ, বিদ্যালয়ের পরিচালক আব্দুর রহিম, ডা. নজরুল ইসালাম, মনজিলা বেগম, মাকসুদুর রহমান, অভিভাবক সদস্য আবুল কালাম, মুহাম্মদ শওকত আলী প্রমুখ।উপস্থিত ছিলেন, শিক্ষিকা ফরিদা সালমা রিতু, তানজিনা শরীফা, রেবেকা সুলতানা, নাইমাতুন্নেছা, সুভাষ চৌধুরী, আরিফা জাহান, শাহিন সুলতানা, জান্নাতুল কাউসার, সুমাইয়া আকতার, শারমিন সুলতানা।শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়