শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কবি গীতিকার ও সাংবাদিক জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের সহসভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাইটিভির উপজেলা প্রতিনিধি, শিক্ষক, কবি, গীতিকার ও সাংবাদিক এ এস এম জুলফিকুর রহমানের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।

সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাংবাদিক এম এ রউফ, জহুরুল ইসলাম ঠাণ্ডু, সোলায়মান হোসেন হরেক, মমিনুল ইসলাম কিসমত, আবুল হোসেন, শফিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গুলজার হোসেন, শিক্ষক ফরিদুল ইসলাম, ক্রীড়া সংগঠক মকবুল হোসেন ও মরহুমের পুত্র ওমর ফারুক হিমেল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা

শোকসভা সঞ্চালনা করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর। দোয়া পরিচালনা করেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাও. জুনায়েদ আহমেদ। শোকসভায় বক্তারা কবি, সাংবাদিক ও গীতিকার জুলফিকুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। সেইসাথে শোকসভার আয়োজনকে সাধুবাদ জানিয়ে আগামীদিনে ঐক্যবদ্ধ সাংবাদিকতা বজায় রাখতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়