রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের দাফন সম্পন্ন হয়েছে।২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদে আসর গহিরায় সর্বশেষ জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।এর আগে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমার উপস্থিতিতে গার্ড অব অনার প্রদান করা হয়।
শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে মা-বাবার পাশে তাকে দাফন করা হয়। প্রয়াত এই রাজনীতিবীদকে শেষ বারের মত একনজর দেখতে বিএনপির কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষের ঢল নামে।উল্লেখ্য যে, গত মঙ্গলবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.