কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং উপজেলা সদরে অবস্থিত মুনলাইট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোখলেছুর রহমান পেলেন ব-দ্বীপ বাংলাদেশ শিক্ষা পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে ব-দ্বীপ বাংলাদেশের চতুর্থবর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওই দুই প্রতিষ্ঠান প্রধানের হাতে একটি ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়েছে।
উপজেলার সোনামুখী ফাজিল মাদ্রাসায় আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা গ্রহণ করেন তারা। আলো ছড়ানো মানুষ ক্যাটাগরিতে প্রধান শিক্ষক আব্দুল লতিফ এবং শিক্ষা বিস্তারের বিশেষ অবদান ক্যাটাগরিতে মোখলেছুর রহমান এ বছর পুরস্কারের জন্যে মনোনীত হন।
তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ব-দ্বীপ বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক একেএম ফজলুল হক মনোয়ার ও নির্বাহী সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল। এসময় সহ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, শাহজাহান আলী, বার্তা সম্পাদক এনামুল হকসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় মোখলেছুর রহমান বলেন, ২০০৩ সাল থেকে মুনলাইট স্কুল প্রতিষ্ঠা করে শিক্ষা বিস্তারের দৃপ্ত শপথে এগিয়ে যাচ্ছি।
এতোদিন পরে এসে এই কারণে সম্মাননা পাওয়া নিঃসন্দেহে অনেক আনন্দ ও খুশীর ব্যাপার। আমি ব-দ্বীপ বাংলাদেশ অনলাইন পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। প্রতিক্রিয়ায় আব্দুল লতিফ বলেন, শিক্ষকতা পেশার একেবারে শেষ প্রান্তে এসেছি। এখন চলে যাবো। এমন সময়ে এই সম্মাননা আমাকে সামনে চলার পথে অনুপ্রেরণা জোগাবে। আশা করি পত্রিকা কর্তপক্ষের এই ধারা অব্যাহত থাহবে। আগামীতে নতুন কেউ আসবে পুরস্কারের এই মঞ্চে এই কামনা করছি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.