সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার গোলখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং ১,৪০,০০০/- টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা এবং পরিবেশ অধিদপ্তর, পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. আসাদুজ্জামান। অভিযানে সহায়তা করে পুলিশ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম।
অভিযানে যেসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে: মেসার্স বিবিসি ব্রিকস – মালিক বশির তালুকদার (জরিমানা: ৫০,০০০/- টাকা), মেসার্স ভাই ভাই ব্রিকস – মালিক গোলাম কিবরিয়া ইমন প্যাদা ও জাকির চৌকিদার (জরিমানা: ৪০,০০০/- টাকা), মেসার্স হাওলাদার ব্রিকস – মালিক সোহাগ হাওলাদার (জরিমানা: ৫০,০০০/- টাকা)।
অভিযানে প্রতিটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয় এবং ভাটা বন্ধের মুচলেকা নেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন অভিযানে পরিবেশ অধিদপ্তরের পটুয়াখালী জেলা সহকারী পরিচালক মো.আসাদুজ্জামান, পরিদর্শক মো.মোস্তাফিজুর রহমান ও পুলিশ সদস্যরা।
মো.নাসিম রেজা জানান,সরকারি নিয়ম অমান্য করে অবৈধভাবে ইটভাটা স্থাপনা এবং বায়ু দূষণের অপরাধে তিনটি প্রতিষ্ঠানের মালিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে জরিমানা করা হয়। সেই সঙ্গে আইন অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে বায়ু দূষণ রোধে চুল্লি ভেঙে ও ইট বিনষ্ট করা হয়।
উল্লেখ্য, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সুরক্ষার স্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.