রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নতুন কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন ও সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাতের নেতৃত্ব উল্লাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়।মিছিলটি সরকারি আকবর আলী কলেজে গিয়ে শেষ হয়। এতে অংশ নেয় ৫ শতাধিক ছাত্রদলের নেতাকর্মী। পরে মিছিল শেষে বক্তব্যে কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন, আগামীতে বিএনপির হাত কে শক্তিশালী করতে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল কাজ করে যাবেন। এসময় তিনি আরো বলেন শিক্ষার্থীদের কল্যানে সরকারি আকবর আলী কলেজ ছাত্রদল কাজ করে যাবেন এবং দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা ছাত্রদের মাঝে পৌঁছে দিবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রিয়াসাদ করিম নয়ন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ মাসুদ সবুজ,পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওসার,নব গঠিত কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবায়েত ইসলাম রেকাত,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: বেলাল হোসেন,সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো:ফিরোজ হোসেন,দূর্গানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ, বাঙ্গালা ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম রাশেদ সহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ছাত্রদলের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.