শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিরাজগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ, আপন খালুর যাবজ্জীবন কারাদন্ড

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের সলঙ্গায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে (১৫) জোর পূর্বক ধর্ষনের অভিযোগে তার আপন খালু শাহীন আলমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে ১ লাখ টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এই কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত শাহীন আলম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামের আসলাম মন্ডলের ছেলে। এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান এতথ্য নিশ্চিত করে বলেন আসামীর উপর অর্পিত ১ লাখ টাকা অর্থদন্ড তার সম্পদ থেকে ভিকটিম আদায় করতে পারবেন। মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।২০১৯ সালের ২৬ ডিসেম্বর স্কুল ছাত্রী কুষ্টিয়া জেলার কুমারখালীতে তার খালার বাড়িতে বেড়াতে যায়। ২০২০ সালের  ৯ জানুয়ারী স্কুল ছাত্রী বাসযোগে কুষ্টিয়া থেকে সিরাজগঞ্জে ফিরছিলো। ইতিমধ্যে স্কুল ছাত্রীর আপন খালু শাহীন আলম তাকে ফোন করে সিরাজগঞ্জ রোড গোলচত্বরে নামতে বলে। দুপুরে স্কুল ছাত্রী রোড গোলচত্বরে নামলে খালু শাহীন আলম তাকে সলঙ্গা থানার চড়িয়া শিকার উত্তরপাড়া তার ভাড়া বাড়িতে আসতে বলেন। এই বাড়িতে শাহীন আলম ও তার স্ত্রী থাকেন। ওই দিন শাহীন আলমের স্ত্রী আখিঁ খাতুন সিরাজগঞ্জে বেড়াতে আসেন।রাতে স্কুল ছাত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে পড়লে শাহীন আলম  তাকে জোর পূর্বক ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। পরে স্কুল ছাত্রীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ঘরের মধ্যে তালাবদ্ধ করে রেখে পালিয়ে যায়। পরের দিন সকালে শাহীন আলমের স্ত্রী বাড়ি আসলে স্কুল ছাত্রী বিষয়টি তাকে অবগত করেন। এই ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন করেন। স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ শাহীন আলমকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়