শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

হাতিয়ায় ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

সংবাদের আলো ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় লঞ্চ ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুইগ্রপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হাতিয়ার তমরদ্দি লঞ্চঘাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ, নৌবাহিনী ও কোষ্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।আহতরা হলেন, কামরুল ইসলাম, লায়লা বেগম, কামরুল ইসলাম, আকলিমা বেগম, নাফিসা বেগম। বাকি আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক লায়লা বেগমকে জেলা সদরে প্রেরণ করা হয়েছে।স্থানীয়রা জানান, তমরুদ্দি লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন গোলাম মাওলা কাজল। ৫ আগষ্টের পর উপজেলা বিএনপি নেতা আলমগীর ঘাটটি নিয়ন্ত্রণে নেন। পরবর্তীতে ইজারাদার ও আওয়ামী লীগ নেতা গোলাম মাওলা কাজলের সাথে বিএনপি নেতা আলমগীর বিষয়টি নিয়ে সমঝোতা করে নেয়। তবে তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি দীর্ঘদিন ধরে ঘাটের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছেন। তারা আরও জানান, এরই জেরে বৃহস্পতিবার সকালে তানভীরের অনুসারীরা দখল নিতে দলবল নিয়ে ঘাটে আসে।এ সময় তানভীরের লোকজনকে আলমগীরের লোকজন ধাওয়া করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে ঘাটের পাশে থাকা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরাও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয় বিএনপি নেতা আলমগীর জানান, সংঘর্ষের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। প্রতিদিনের ঘাট থেকে ওঠা টাকার একটি অংশ ইজারাদার গোলাম মাওলা কাজল নিয়ে যান। বিষয়টি জানতে তমরদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তানভীর হায়দার ফোন করা হলে তিনি কল কেটে দেন। হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম জানান, তমরদ্দি ঘাট নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়