সংবাদের আলো ডেস্ক: নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের’ কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে আমরা দীর্ঘদিন ঢাকা কিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করে এসেছি। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছি, তাদের কাছ থেকে মতামত নিয়েছি। বাকের বলেন, অভ্যুত্থানপরবর্তী সময়ে ছাত্র সংগঠন কেমন হবে, তা নিয়ে আমরা বিভিন্ন সময় পেপার ওয়ার্কও করেছি।আহ্বায়ক আবু বাকের বলেন, 'শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ—আমরা সিদ্ধান্ত নেই, আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুরবৃত্তি করবে না। এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। আমরা দেখি, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বয়সসীমা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে অছাত্র হয়েও সংগঠনে থাকেন। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে (কোনো সদস্যের) সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন, তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন।'। এছাড়াও আমাদের সংগঠনে নারীদের জন্য কমফোর্ট জোন তৈরি করা হবে। নারী নিরাপত্তায় আমরা প্র্যাকটিস করবো, সেই প্রতিশ্রুতি আমরা দিয়েছি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমরা কোনোভাবেই চাই না, ক্যাম্পাসগুলোতে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হোক।' এই ঘটনাকে ভুল বোঝাবোঝি উল্লেখ করে তিনি বলেন, 'আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব না।'
বাকের জানান, ইউনিটভিত্তিক কমিটি প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সারা দেশে কমিটি ঘোষণা করতে প্রায় ছয় মাস সময় লেগে যাবে। কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন—সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.