প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ৫:৪৮ অপরাহ্ণ
গলাচিপায় শিব চতুর্দশি পূজা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি: সনাতন ধর্মালম্বীদের অন্যতম উৎসব শিব চতুর্দশি উপলক্ষে গলাচিপা মন্দিরে মন্দিরে মহাদেবের আরধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে মনস্কামনা পুরনের উদ্যোশে দিনভর উপবাস থেকে দুধ, গঙ্গাজল, দই, ঘি, মধু, বেলপাতা, ফুল, ফল ও মিষ্টি অর্পন করে শিবের অভিষেক করেন ভক্তবৃন্দ। শাস্ত্রমতে শিবরাত্রি উপলক্ষে সন্ধ্যার পর থেকে প্রহরে প্রহরে শিবলিঙ্গকে স্নান করানোর পাশাপাশি পূজা অনুষ্ঠিত হয়।

বিশেষ করে স্বামীর মঙ্গল কামনায় বিবাহিত নারীরা এবং শীবের মতো বরপ্রাপ্তি কামনায় কুমারী নারীরা এ ব্রত পালন করেন। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত এ ব্রত পালন করেন তরা। এসময় ঢাঁক, ঢোল, কাঁসর ঘণ্টা ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.