সংবাদের আলো ডেস্ক: হাতাহাতি ও মারামারির মধ্য দিয়ে সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’। সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসান। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আত্মপ্রকাশ করে এই ছাত্রসংগঠন। তবে আত্মপ্রকাশের আগে এবং পরে কমিটিতে রিফাত রশিদকে রাখা নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্র সংসদ মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম। তিনি জানান, ‘কেন্দ্রীয় সংসদের যে ৪ জন দায়িত্ব পেয়েছেন তাদের ব্যাপারে সবাই একমত রয়েছেন। মধুর ক্যান্টিনে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটিকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি।আমরা মনে করছি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নিয়ে বাংলাদেশের জনগণের বিশেষ আগ্রহ রয়েছে, এ ছাড়া শিক্ষার্থীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নতুন এই সংগঠন নিশ্চিত করবে। এ ক্ষেত্রে প্রাইভেট, সাত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় সবার মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করেছি। কিন্তু যখন কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়েছে তখন পরিস্থিতি শান্ত হয়ে আসে।’ এ কমিটিতে ঢাবির কোনো সিন্ডিকেট নেই। অতি দ্রুত বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ অন্য ক্যাম্পাসগুলোতে কমিটি দেওয়া হবে। নেতৃত্বের প্রতি শিক্ষার্থীদের বিশেষ একটি আকর্ষণ ছিল, সেজন্য শিক্ষার্থীদের ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ করা গেছে। এখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। কেউ ঘটিয়ে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিছুটা হাতাহাতি হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.