বৃহস্পতিবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আদালত চত্বরে দুই আসামিকে মারধর করে ফিল্মি কায়দায় অপহরণ!

সংবাদের আলো ডেস্ক: গাজীপুর আদালত এলাকা থেকে প্রকাশ্যে মারধর করে দুই মামলার আসামিকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃত দুই আসামি হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি এলাকার মিলন মিয়া (৩৩) ও বাবুল মিয়া (৪২)। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার এস এম নাজমুল হক সুমন। জানা গেছে, বুধবার (২৬ ফেব্রুয়ারি) মারামারি সংক্রান্ত একটি মামলায় হাজিরা ও স্থায়ী জামিনের আবেদন জানাতে আদালতে আসেন শ্রীপুরের তেলিহাটি এলাকার মালেকের দুই ছেলে ও তাদের সঙ্গীরা। আসামি বাবুল মিয়ার স্ত্রী দোলেনা বেগম (৩০) অভিযোগ করে বলেন, “মামলার বাদী এস এম নাজমুল হক সুমন তার সঙ্গীদের নিয়ে এসে একজন আইনজীবীকে ধাক্কা দেন এবং আমার স্বামী ও দেবরকে মারধর শুরু করেন। আমরা আইনজীবীর কক্ষে ঢুকে আত্মরক্ষার চেষ্টা করি।কিন্তু সেখান থেকেও তাদের টেনে-হিঁচড়ে বের করে মারধর করা হয় এবং অপহরণ করে নিয়ে যাওয়া হয়।” গাজীপুর জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, “শ্রীপুর থানার ওই মামলাটির ধার্য তারিখ ছিল সিনিয়র জুডিশিয়াল-৩ আদালতে। মামলার ১৩ আসামি অস্থায়ী জামিনে ছিলেন। বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন। আদালত পরবর্তী তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেন।তবে মামলার বাদী এস এম নাজমুল হক সুমন অজ্ঞাতনামা কিছু সশস্ত্র লোকজন নিয়ে এসে প্রকাশ্যে আদালত চত্বরেই আসামিদের আক্রমণ করেন এবং দুজনকে অপহরণ করে নিয়ে যান।” এ ঘটনার পর আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আইনজীবীরা এ ঘটনায় নিন্দা জানিয়েছেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়