বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

সংবাদের আলো ডেস্ক: জনগণের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, জনগণকে বলবো আইন আপনারা নিজের হাতে তুলে নেবেন না। আর পুলিশকে বলবো আরও বেশি সক্রিয় হওয়ার জন্য। যেন এই ধরনের ঘটনা আর না ঘটে। এছাড়াও কিছুদিনের মধ্যে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনবল বাড়ানো হবে।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ কার্যক্রম ও ‘খামারি’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।দেশের বিভিন্ন অঞ্চলের কৃষিজমির টপ সয়েল ধ্বংস করে ইটভাটায় মাটি নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ইটের ভাটায় কৃষিজমির টপ সয়েল নিয়ে কৃষিজমি নষ্ট করে দেওয়া হচ্ছে। এটা যদি হতে থাকে তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে। এটি যেন না হয় সেকারণে কৃষি জমি রক্ষায় আমরা কৃষিজমি সুরক্ষা আইন করতে যাচ্ছি।জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, একটা সময় ছিল যখন জনসংখ্যার চেয়ে কৃষিজমির পরিমান অনেক বেশি ছিল। কিন্তু এখন কৃষিজমি কমেছে, জনসংখ্যা অনেক বেড়েছে। এরপরও কৃষকরা ভালো উৎপাদনের মধ্য দিয়ে আমাদেরকে একটি সন্তোষজনক পর্যায়ে রেখেছেন। সাভার ও ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলার অবনতিতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো দিক-নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে শিল্প পুলিশ, থানা পুলিশ, র‌্যাবের পাশাপাশি এখন বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন রয়েছেঅপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে। তবে জনসচেতনতা বাড়াতে হবে। যারা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন তাদেরকেও বুঝাতে হবে যেন তারা এ সকল কর্মকাণ্ড থেকে সরে আসেন। সাভারের গার্মেন্টস সেক্টরের অবস্থা অনেকটাই আমাদের নিয়ন্ত্রণে এসেছে। কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাসরুর প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়