সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশে বাণিজ্য প্রসারে পাকিস্তান বিনাশুল্কে পণ্য আমদানি-রফতানি করবে বলে জানিয়েছেন দেশটির বাংলাদেশস্থ হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কর্মাস মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান। মতবিনিময় সভায় মারুফ বলেন, বাংলাদেশের সাথে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই এটিকে টিকিয়ে রাখতে পাকিস্তান বিভিন্নভাবে সহযোগিতা করবে। এছাড়া ভিসা সহজীকরণসহ দুই দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে বাংলাদেশকে পাকিস্তান অগ্রাধিকার দেবে বলেও জানান তিনি।পরে তাজহাট জমিদারবাড়ি পরিদর্শন করেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন এবং মতবিনিময় সভায় তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.