সংবাদের আলো ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়েজিদ (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরদৌস নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়া এলাকার সাহাবুদ্দিন হাজীর ইটভাটার ঝোপের ভেতর থেকে শিশু বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়। সে ফতুল্লা রেলস্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে। ওসি শরিফুল ইসলাম বলেন, শিশু বায়েজিদ ও ঘাতক ফেরদৌস একই ভাড়াবাড়িতে পাশাপাশি বসবাস করতেন। সোমবার সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনের বাসা থেকে বের হন। পরে রাত ১২টার দিকে নিহত শিশুর বাবাকে ফোন করে জানান ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ওসি আরও বলেন, মঙ্গলবার সকালে নিহতের বাবা জিডি করেন। জিডির সূত্র ধরে মঙ্গলবার রাতে তথ্যপ্রযুক্তি ও করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরদৌসকে গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী দাপা ইদ্রাকপুর ইটভাটার ঝোপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.