বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

রাউজানে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু

রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি: রাউজানে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মীরা ইসলাম নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেল ৫ টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট ঘাটকুল এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহত শিশু কিছুদিন আগে মা বাবার সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। তাঁরা বাবার নাম মুহাম্মদ সাগর। তাঁদের বাড়ি একই উপজেলার উরকিরচর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামে। জানা যায়, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে খেলার সহপাঠিদের সঙ্গে পুকুর ঘাঁটে খেলতে খেলেতে নানা বাড়ির ঘরের সামনের পুকুরে পড়ে যায় মীরা ইসলাম। দীর্ঘক্ষণ পরিবারের সদস্যরা মেয়েটির খোঁজ না পেয়ে পুকুরে তাল্লাশী করতে গিয়ে তার ভাসমান দেহ দেখতে পায় লোকজন। পরে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ