বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

পরকীয়া প্রেমিকাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলো প্রেমিক

সংবাদের আলো ডেস্ক: ঢাকা জেলার কেরানীগঞ্জে পরকীয়া প্রেমিক দা দিয়ে এলোপাতাড়ি কুবিয়ে হত্যা করলো পরকীয়া প্রেমিকাকে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আমবাগিচা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে৷ স্থানীয়রা জানান, প্রেমিক ইমাম হাসান (২০) আমবাগিচা বৌ বাজার এলাকায় ভাড়া থাকেন।। তার প্রেমিকা সীমা আক্তার আগানগর ছোট মসজিদ এলাকায় ভাড়া থাকেন। পরকীয়া সম্পর্কের জের ধরে আজ সন্ধ্যায় সীমা ইমামের ভাড়া বাড়িতে দেখা করতে আসেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ইমাম হোসেন তার ঘড়ে থাকা দা দিয়ে সীমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।তখন সীমা চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন পরকীয়া প্রেমিক ইমাম হোসেনকে মারধর করে আটক করে। পরে থানা পুলিশে খবর দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিম সীমা আক্তারকে উদ্ধার করে চিকিৎসার জন্য মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করলে দায়িত্তরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় অভিযুক্ত ইমাম হোসেনকে মিটফোর্ড হাসপাতালে হতে প্রাথমিক চিকিৎসা করিয়ে থানায় আটক রাখে। ইমাম হাসানের গ্রামের বাড়ি ভোলার চরফ্যাশনে অপর দিকে সীমার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, আগানগর বৌ বাজার এলাকায় এক গৃহবধুকে কুপিয়ে হত্যার ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, তাদের মাঝে পরকিয়া সম্পর্ক থাকতে পারে। এ ঘটনায় তদন্ত চলছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ