বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

সংবাদের আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে বিএনপির সমাবেশে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা শহরের পৌর পার্কে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সম্প্রতি শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির আহ্বায়ক আশরাফুল হক বক্তব্য দিতে না পারার জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এ সময় তার সমর্থকরাও প্রতিবাদ জানান। একপর্যায়ে মঞ্চে দুইপক্ষের নেতাদের তুমুল হট্টগোলে লিপ্ত হতে দেখা যায়। এ সময় বিএনপির অন্য নেতাকর্মীরা আশরাফুল হকের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে মুহুর্তেই সভাস্থল রণক্ষেত্রে পরিনত হয়। এ সময় এ সময় চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।এরপর আশরাফুল হক তার সমর্থকদের নিয়ে চলে গেলে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে। এর আধঘণ্টা পর পুনরায় সভার কার্যক্রম শুরু হয়। প্রসঙ্গত, আজ মঙ্গলবার নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রত গণতান্ত্রিক পথে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদীদের অপচেষ্টা মোকাবেলার দাবীতে সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ