নিজম্ব প্রতিবেদক: জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে শহীদ লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলামের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এনায়েতপুর থানা শাখার পক্ষ থেকে শহীদের কবর জিয়ারত ও সংক্ষিপ্ত আলোচনা হয়। এসময় এনায়েতপুর থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য হাজী আনোয়ার হোসেন ও জালালপুর ইউনিয়ন আমির ইউসুফ আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এনায়েতপুর থানাধীন জালালপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের মৃত নুরুল হক সরকারের ছেলে লেফটেন্যান্ট কর্ণেল সাইফুল ইসলাম পিলখানা হত্যাকান্ডে শহীদ হন। পরে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। এদিকে শহীদের কবর শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মোনাজাত পরিচালনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.