বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালীতে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে প্রশাসনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে চৌহালী উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠানে জুলাই-আগষ্টে আহত দশ জনকে ১০ হাজার করে নগত সহায়তা প্রদান করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সমন্বয়ক এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন ডিসি।চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল মিয়া, থানার ওসি জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার, পিআইও হেকমত আলী, উপজেলা সমন্বয়ক সরোয়ার হোসেন ও তামিম ইকবালসহ বিভিন্ন রাজনৈতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ