মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মোংলায় চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ২ 

মোংলা প্রতিনিধি: মোংলার বাঁশতলার দিগরাজে চিংড়ি ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর জখম হওয়া মান্নান শেখকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।  থানায় দায়েরকৃত এজাহারের বিবরণে জানা যায়, উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলার দিগরাজে  ৪৯বিঘার একটি চিংড়ি ঘের করে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা হানিফ হাওলাদার। সেই ঘেরটি দখলে নেয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন একই এলাকার জামায়াত নেতা কালাম ফকির। সোমবার সকালে ওই ঘেরটি ফের দখলে নেয়ার চেষ্টা করেন কালাম গং।এ সময় কালাম ফকিরের নেতৃত্ব একদল সশস্ত্র ক্যাডার চাইনিজ কুড়াল, লোহার রড ও রামদা নিয়ে হানিফ হাওলাদারের ঘেরের চৌকিদার মান্নান শেখের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। পরে তার ডাক চিৎকারে স্ত্রী মরিয়ম বেগম ছুটে এলে তাকেও বেদম মারপিট করেন ওই ক্যাডার বাহিনী। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে সকালেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য মান্নানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে এ ঘটনায় বিকেলে থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়