সংবাদের আলো ডেস্ক: ঢাকার সায়েদাবাদের সামীবাগ এলাকায় এক তরুণকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত তরুণের নাম মো. শামীম (২৫)। তিনি সায়েদাবাদ টার্মিনালে কাজ করেন এবং সেখানেই থাকেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক এ তথ্য জানিয়েছেন। শামীম জানান, সোমবার ভোরে কয়েকজন তাকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলার পর তিনি দৌড়ে টার্মিনাল এলাকায় এসে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শামীমকে হাসপাতালে নিয়ে আসা স্থানীয় বাসিন্দা মিলন জানান, শামীমকে তিনি প্রায়ই এলাকায় দেখতেন। শামীম টার্মিনালে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। শামীমের বাবা ইকবাল মানিক নগরে কাঁচা সবজি বিক্রি করেন। মা গ্রামের বাড়িতে থাকেন। তবে গ্রামের বাড়ির ঠিকানা জানা যায়নি। ঘটনার পর শামীমের বাবার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মো. ফারুক জানান, শামীম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.