উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচিতে একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন।পুলিশ সুত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। এদিকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, আজ দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.