সংবাদের আলো ডেস্ক: ঢাকার সাভারের “পাকিজা ডাইং অ্যান্ড প্রিন্টিং” ইন্ডাস্ট্রিজ কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে সাভার থানা স্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে “পাকিজা ডাইং অ্যান্ড প্রিটিং” কারখানার গোডাউনে এই আগুন লাগে। সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।এবং পরে চামড়া শিল্প নগরীর আরও ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় ১ ঘণ্টা পর ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.