সংবাদের আলো ডেস্ক: জুলাই অভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানার সোহাগ মিয়া হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। একই আদালত পল্টন মডেল থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় ডিএমপির সাবেক এডিসি শাহেন শাহকে ৪ দিন, মিরপুর মডেল থানার আসিফ হত্যা মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ৩ দিন এবং তেজগাঁও থানার মামলায় ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা আক্তারকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।এ ছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য সাদেক খান, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মোদাসসির খান জ্যোতি, ডিএমপি সাবেক ডিসি মশিউর রহমান ও এসি রাজন কুমার সাহাসহ ১২ আসামিকে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.