সংবাদের আলো ডেস্ক: শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিজয়নগর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি কর্ব মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মামলাটি দায়ের করেন উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের ছুরিকাঘাতে আহত বিল্লাল মিয়ার সহধর্মিণী মোছা. রুনা আক্তার। বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আহত বিল্লাল মিয়ার স্ত্রী মোছা. রুনা আক্তার বাদী হয়ে একটি অভিযোগ করেছেন।এটি আমলে নিয়ে মামলা রেকর্ড করা হয়েছে। পরবর্তীতে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করাকে কেন্দ্র করে বিজয়নগর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন ছুরিকাঘাতে আহত হন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.