সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি উদযাপন

রয়েল দত্ত, রাউজান  প্রতিনিধি: বাগীশ্বরী সংগীতালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে ১৮ ও ১৯ ফেরুয়ারি দুই দিনব্যাপী আলোচনা সভা, বার্ষিক পুরস্কার ও সনদ বিতরণ এবং মনোজ্ঞ সংগীতানুষ্ঠান গতকাল ১৯ ফেরুয়ারি বুধবার বিকাল সাড়ে ৫ টায় চট্টগ্রামস্থ থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে সমাপনি অনুষ্ঠান সম্পন্ন হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা।বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় এর সহকারী কমিশনার ইজাহারুল আহম্মেদ শিহাব ও সহকারী কমিশনার সুব্রত হালদার,চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক সুবীর কান্তি দাশ।
বাগীশ্বরী সংগীতালয়ের সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেনের সভাপতিত্বে বাচিক শিল্পী গৌতম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের অধ্যক্ষ রিষু তালুকদার, শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগীশ্বরী সংগীতালয়ের বর্ষপূর্তি উদযাপন পরিষদের সমন্বয়ক সাংবাদিক যীশু সেন। বক্তব্য রাখেন আহ্বায়ক প্রকৌশলী রিমন সাহা, সদস্য সচিব প্রিয়তোষ নাথ, রূপক ভট্টাচার্য, শিক্ষক পলাশ দে, ব্যাংকার উৎপল চক্রবর্তী, ডা. সৌমিত্র দাশ, শিক্ষক সমীরণ সেন প্রমূখ।অতিথিরা বার্ষিক মূল্যায়ন পরীক্ষায় সঙ্গীত বিভাগে ২০২৪ সালের উত্তীর্ণ সেরা শিক্ষার্থীদের সনদ ও ক্রেস্ট প্রদান করেন।প্রবেশিকা বর্ষে প্রথম স্থান ভবতোষ রুদ্র, দ্বিতীয় স্থান প্রান্তি ঘোষ, তৃতীয় স্থান প্রশস্তি ঘোষ।
প্রথম বর্ষে প্রথম স্থান হিমেল গুহ, দ্বিতীয় স্থান পূর্ণা বণিক, তৃতীয় স্থান সৃজন চৌধুরী ও সৃজা চৌধুরী। দ্বিতীয় বর্ষে প্রথম স্থান প্রিয়ন্তি দাশ পূর্বা, দ্বিতীয় স্থান পারমিতা চৌধুরী ও অপ্সরা সাহা, তৃতীয় স্থান অনিন্দিতা চৌধুরী ও সৌমিক দাশ।তৃতীয় বর্ষে প্রথম স্থান সজীব চৌধুরী, দ্বিতীয় স্থান চিন্ময় দে, তৃতীয় স্থান অদ্রি সেন। চতুর্থ বর্ষে প্রথম স্থান অনিরুদ্ধ দাশ, দ্বিতীয় স্থান স্নিগ্ধা দে,তৃতীয় স্থান ঋষিক রায়। পঞ্চম বর্ষে প্রথম স্থান ডাক্তার সৌমিত্র দাশ, দ্বিতীয় স্থান সৌরভ সাহা, তৃতীয় স্থান নীলাদ্রি দাশ।ষষ্ঠ বর্ষে প্রথম হলেন অর্পিতা দাশ।
বাগীশ্বরী সংগীতালয়ের প্রায় ৩০০ জন  ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সঙ্গীতানুষ্ঠানের সমাপনী দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম,কবি রজনীকান্ত সেন, কবি অতুল প্রসাদ সেন ও কবি দ্বিজেন্দ্রলাল রায়সহ ছয়টি গ্রুপে সমবেত সংগীত, একক ও দ্বৈত সংগীত পরিবেশন করেন।অতিথিদের সম্মানের স্বীকৃতিস্বরূপ এবং অভ্যর্থনার নিদর্শন হিসেবে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়