পঙ্কজ সরকার নয়ন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ঐতিহ্যবাহী দুর্বাটি এম.ইউ. কামিল মাদ্রসার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, ইসলামী সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মাদ্রসার মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মদ্রাসার ১০ম শ্রেনীর শিক্ষার্থী মো. নাজমুল ইসলাম। শপথ বাক্য পাঠ, প্যারেড এবং কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানে সূচনা করা হয়। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও ইসলামী সংস্কৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ ড. রুহুল আমিন আজাদীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোফাজ্জল হোসেন আকন্দ মোমেন, পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক কাজী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলজার হোসেন মাষ্টার, ১নং ওয়ার্ড বিএনপির সিনি: সহ-সভাপতি মোশারফ হোসেন আকন্দ, মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য কাইয়ুম ভূঁইয়া প্রমূখ। মাদ্রাসার হেড মোহাদ্দিস ড. মোরশেদ আলম সালেহীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
পৌর যুবদলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুসলিম ভূঁইয়া, মদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, মাদ্রাসায় কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.