রাজেশ গৌড় দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া এলাকার দি লাইসিয়াম চাইল্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, , ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক আলহাজ্ব আজিজুল হক ফকির এর সভাপতিত্বে ও প্রভাষক নজরুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষানুরাগী রফিকুল ইসলাম, শিক্ষানুরাগী স্বপন স্ন্যানাল, শিক্ষানুরাগী সাহাবউদ্দিন সরকার,পথ পাঠাগার সভাপতি নাজমুল হুদা সারোয়ার,বিরিশিরি ইউনিয়ন বিএনপির সদস্য আবুল বাশার, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তারা মিয়া, কবি সজীম শাইন । এছাড়াও বিভিন্ন বিদ্যালয় থেকে আগত শিক্ষক , সাংবাদিক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.