মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাল থেকে মাঠে গড়াচ্ছে নারীদের ডিপিএল

সংবাদের আলো ডেস্ক: বাংলাদেশ নারী ক্রিকেটে জাতীয় দলের ব্যস্ততা শেষ হয়েছিল বেশ কয়েকদিন আগেই। তবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নতুন প্রধান কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করতে দেখা গেছে নারী ক্রিকেটারদের। এবার ঘরোয়া লিগে মাঠে নামতে যাচ্ছেন ক্রিকেটাররা। আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ মঙ্গলবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন অনুষ্ঠিত হয়। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সকাল ৯টায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে। মিরপুর বয়েজের নেতৃত্বে রয়েছেন নিগার সুলতানা জ্যোতি। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যোতি বলেন,  ‘অনেক সময় মেয়ে ক্রিকেটারদের প্রতি অবিচার হয়।কারণ আমরা সবসময় এমন ক্রিকেটের মধ্যে থাকতে পারি না। আমি আমার ক্যারিয়ারে ২০১১ সালের পর এই প্রথম লিগ ম্যাচ খেলছি মিরপুরে। আবার ঘরোয়া লিগে না খেললে মানে পরিমাণ যদি বেশি না হয় তাহলে ক্রিকেটাররা নিজেদের চ্যালেঞ্জে ফেলতে পারে না জাতীয় দলের প্রতিযোগিতায় আসতে।’ ডিপিএলকে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট দাবি করে জ্যোতি বলেন, ‘এই টুর্নামেন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ সামনেই বিশ্বকাপ বাছাইপর্ব। আমরা চারদিনের একটা ক্যাম্প করেছিলাম সেখানে সবাইকে বলা হয়েছে যেন এই আসরটা বাছাইপর্বে চোখ রেখেই আমরা তৈরি হই।’

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়