সংবাদের আলো ডেস্ক: আগামী ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। গা গরমের ম্যাচে পাকিস্তান 'এ' দলের মুখোমুখি নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের দেওয়া ২০৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে পাকিস্তান 'এ' দল। বাংলাদেশের একটি করে উইকেট শিকার করেছেন মেহেদি হাসান মিরাজ ও নাহিদ রানা। পাকিস্তান 'এ' দলের জয়ের জন্য বাকি ৪০ ওভার থেকে আরো করতে হবে ১৬১ রান। তাদের হাতে আছে ৮ উইকেট। এর আগে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান 'এ' দলের বিপক্ষে ৩৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ২০২ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ৩৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে। তানজিম সাকিবের ব্যাট থেকে এসেছে ২৭ বলে ৩০ রান। তাছাড়া নাসুম আহমেদ করেছেন ১৫ রান। লেজের সারির ব্যাটারদের সম্মিলিত চেষ্টায় কোনোরকমে দুইশ ছুঁয়ে অলআউট হয় টাইগাররা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.