প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ৬:১১ অপরাহ্ণ
অবশেষে ভাতা পেলেন শিকল বন্দী সেই নাহিদ

রায়হান আলী, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিকল বন্দী নাহিদ অবশেষে প্রতিবন্ধী ভাতা পেয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী নাহিদ এর বাড়িতে গিয়ে ভাতা কার্ড হস্তান্তর করেন। নাহিদ হোসেন বুদ্ধি প্রতিবন্ধী হওয়াতে তার পরিবার শিকল দিয়ে ৪ বছর হলো পা বেঁধে রেখেছেন। নাহিদের বাবা বিগত ২ বছর যাবৎ সমাজসেবা অফিসে ঘুরেও তার ছেলের জন্য একটা ভাতা কার্ড করতে পারেনি। অবশেষে নাহিদের বাবা সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলে পরবর্তী সাংবাদিকরা জাতীয় দৈনিক সহ বিভিন্ন অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করলে সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টিগোচর হয়।

পরে ওই ইউনিয়নের সমাজসেবাকর্মী জাহিদুল ইসলাম এর সহযোগিতায় নাহিদের বাড়িতে গিয়ে সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম নাহিদের বাবার কাছে কার্ড হস্তান্তর করেন৷ এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম জানান গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর খুব দ্রুতই নাহিদের ভাতা বই তৈরি করা হয়। এবং এটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিগত দিনেও প্রতিবন্ধী নাহিদ কে সমাজসেবা অফিস থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.