দুর্গাপুরে ব্যাগে করে ভারতীয় মদ পাচারের চেষ্টা, স্বামী-স্ত্রীসহ আটক ৩


রাজেশ গৌড় দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে আমদানি নিষিদ্ধ ১৭ বোতল ভারতীয় মদসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। তাদের মধ্যে দুইজন স্বামী-স্ত্রী। রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার শ্রীপুর থানার কেওয়া গ্রামের শাকিল আহমেদ (৩০), তার স্ত্রী মোছাঃ তানিয়া (২৪) ও ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ধাগঘড়া গ্রামের মোঃ সুমন (২২)। জানা গেছে, রবিবার সকালে নেত্রকোণা ব্যাটেলিয়ন ৩১ বিজিবির অধীন নলুয়াপাড়া বিওপির সদস্যরা টহল দিচ্ছিলেন।একপর্যায়ে নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ১১৫৯ হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার ২ নং সদর ইউনিয়নের আত্রাখালী নামক স্থানে তিনজনকে আটক করে তল্লাশি করলে তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বিভিন্ন ব্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় রবিবার সন্ধ্যায় নলুয়াপাড়া বিওপির নায়েক মোঃ আব্দুল লতিফ বাদী হয়ে থানায় মামলা দায়ে করে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেন। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, বিজিবি মামলা দায়েরের মাধ্যমে আটককৃতদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল সোমবার সকালে তাদের আদালতে সোর্পদ করা হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।