বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

সিএনজি চালকদের বিরুদ্ধে জেল-জরিমানার নির্দেশনা বাতিল

সংবাদের আলো ডেস্ক: সিএনজিচালিত অটোরিকশায় মিটারের চেয়ে বেশি ভাড়া আদায় করলে মামলা ও জরিমানার নির্দেশনা বাতিল করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা দেওয়া হয়। এর আগে বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে মিরপুর-১৩ নম্বরে বিআরটিএ (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি) কার্যালয়ের মূল ফটক এলাকা থেকে অবরোধ তুলে নেন সিএনজিচালকরা। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে গত সোমবার বিআরটিএ পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়,গ্যাস বা পেট্রল-চালিত ফোর স্ট্রোক থ্রি-হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই নির্দেশনার সূত্র উল্লেখ করে রবিবার (১৬ ফেব্রুয়ারি) জারি করা নির্দেশনায় বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ে সূত্রস্থ পত্রের মাধ্যমে জারিকৃত আদেশটি নির্দেশক্রমে এতদ্দ্বারা বাতিল করা হলো।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়